সোনোরা রাজ্যের এরমোসিও শহরে মর্মান্তিক ঘটনা, হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে তদন্তের নির্দেশ

মেক্সিকোতে একটি সুপারমার্কেটে বিস্ফোরণে পর উদ্ধারকাজ চলছে। ১ নভেম্বর ২০২৫।ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এরমোসিও শহরের ওয়ালদো’স স্টোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে শিশুও রয়েছে
রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, “দুঃখজনকভাবে আমরা যে কটি মৃতদেহ খুঁজে পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।” আহত ব্যক্তিদের এরমোসিও শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান দুরাজো।
এই বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মেক্সিকোতে বাসিন্দারা তাঁদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে ঐতিহ্যবাহী ‘ডে অব দ্য ডেড’ উৎসব উদ্যাপন করছিলেন।
হামলার আশঙ্কা উড়িয়ে ব্যাপক তদন্তের নির্দেশ
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এই বিস্ফোরণকে বেসামরিক নাগরিকদের ওপর ‘হামলা’ বা ‘সহিংসতার সঙ্গে সম্পর্কিত’ কোনো ঘটনা হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।
গভর্নর আলফনসো দুরাজো বলেন:
“আমি বিস্ফোরণের এ ঘটনার কারণ খুঁজে বের করতে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটটির সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং বিস্ফোরণের কারণে জানালাগুলো ভেঙে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সেলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা দুইটার দিকে এই বিস্ফোরণ হয়।
প্রেসিডেন্টের শোক বার্তা
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য আমি সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো দুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলার রোদ্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি, যাতে সব আহত ব্যক্তি ও তাঁদের পরিবারকে সহায়তা করা যায়।”
