২০২৬ সালের উরস শরীফের দাওয়াত উপলক্ষে টাউন হলে ধর্মীয় সমাবেশ

রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ময়মনসিংহ জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ নগরীর টাউন হলে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবতার কাণ্ডারি হযরত মাওলানা শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব-এর স্থলাভিষিক পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ ইং-এর দাওয়াত উপলক্ষে এই জলছা আয়োজন করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) রাতে নগরীর টাউন হলে এই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দ ও ওয়াজ-নসিহত
আজিমুশ্বান ইসলামী জলছা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের সমন্বয়কারী কমিটির সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ময়মনসিংহ বিভাগের কর্মী প্রধান মো. আনিছ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জলছায় ওয়াজ ফরমাইন করেন আল্লামা আবু নাছের জিহাদী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মাওলানা আসাদুজ্জামান নূর, মুফতি মাওলানা মঞ্জুর মোর্শেদ রাকিব (জামালপুরী), হাফেজ মাওলানা মো. জাহিদ হুসাইন জাকির (যশোরী) সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
মো. ইদ্রিস আলী কনক এবং মো. আনিসুজ্জামান খোকন ইসলামী জলছাটি পরিচালনার দায়িত্বে ছিলেন। ধর্মপ্রাণ বহু মানুষ এই জলছায় অংশ নেন।