
ব্রাজিলের জয়ের দুই নায়ক এস্তেভাও এবং হেনরিকরয়টার্স
খেলা ডেস্ক
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৫
ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। চিলিকে ৩–০ গোলে উড়িয়ে দেওয়ার এ ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স বেশ মুগ্ধতা ছড়িয়েছে। জয়ের পর দলের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
মারাকানা স্টেডিয়ামে পরিবেশের প্রশংসা করার পাশাপাশি আনচেলত্তি প্রশংসা করেছেন বদলি নেমে ম্যাচের চিত্র বদলে দেওয়া লুইস হেনরিকেরও। ২০২৬ বিশ্বকাপের জন্য দল নির্বাচন নিয়েও নিজের মতামত দিয়েছেন ইতালিয়ান এই কোচ। বিশেষ করে তারকাদের ছাড়া ব্রাজিল এ ম্যাচে যেভাবে খেলল, তা আসলে বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাইয়ে আনচেলত্তিকে মধুর সংকটেও ফেলল।
মারাকানায় আজ বাংলাদেশ সময় সকালে ব্রাজিল–চিলির ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন মাঠে প্রায় ৫৭ হাজার দর্শক। গ্যালারি থেকে দর্শকেরা যেভাবে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন, তা বেশ মুগ্ধ করেছে আনচেলত্তিকে। জয়ের পর ব্রাজিল কোচ বলেন, ‘মারাকানার পরিবেশ অসাধারণ ছিল। দলের প্রতি সমর্থকদের অনেক ভালোবাসা দেখেছি। আমরা ছন্দ ও রক্ষণ ধরে রেখে গতিময় ফুটবল খেলেছি। সমর্থকেরা যেমন খুশি, দলের পারফরম্যান্সে আমরাও তেমন খুশি।’