
সয়াবিন তেল। ছবি: ফ্রিপিক
বিশেষ প্রতিনিধি ঢাকা।
দেশে সয়াবিন তেল ও পাম তেলের দাম বাড়ানো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হতে পারে। এ বৈঠকেই সয়াবিন ও পাম তেলের দাম বাড়বে কি না, বাড়লেও কত টাকা বাড়বে, সেটি ফয়সালা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিভ্রান্তি ও সরকারের অবস্থান
- সংগঠনের বিজ্ঞপ্তি: ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত সোমবার বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ানোর কথা জানায়। এতে বাজারে একধরনের বিভ্রান্তি তৈরি হয়।
- সরকারের অবস্থান: সরকার এ বিজ্ঞপ্তিকে আমলে নেয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত মঙ্গলবার জানান, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও গতকাল নিশ্চিত করেছেন, নতুন দাম কার্যকর হয়নি এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এত দিন যা ছিল, তা-ই আছে।
প্রস্তাবিত নতুন দাম
সংগঠনের বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের যে নতুন দামের কথা বলা হয়েছিল:
পণ্যের নাম | বর্তমান দাম | প্রস্তাবিত নতুন দাম |
---|---|---|
বোতলজাত সয়াবিন তেল (লিটার) | ১৮৯ টাকা | ১৯৫ টাকা |
খোলা সয়াবিন তেল (লিটার) | ১৬৯ টাকা | ১৭৭ টাকা |
খোলা পাম তেল (লিটার) | ১৫০ টাকা | ১৬৩ |
জানা গেছে, আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম বাড়ানোর প্রস্তাব অনেক বেশি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় এবার দাম পর্যালোচনার দায়িত্ব দেয় আইসিএবি এবং আইসিএমএবিকে।