
৩আই/অ্যাটলাস নামের রহস্যময় বস্তুটি নাসার ইউরোপা ক্লিপার ও ইউরোপীয় মহাকাশ সংস্থার হেরা মহাকাশযানকে অতিক্রম করবেছবি: নাসা
প্রযুক্তি ডেস্ক।
সৌরজগতে প্রবেশ করা সুদূর প্রাচীন নক্ষত্রপুঞ্জ থেকে আসা অতিথি এক মহাজাগতিক বস্তু আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নাসার মহাকাশযানের মুখোমুখি হবে। ধারণা করা হচ্ছে, ৩আই/অ্যাটলাস নামের রহস্যময় বস্তুটি ২৫ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে নাসার ইউরোপা ক্লিপার ও ইউরোপীয় মহাকাশ সংস্থার হেরা মহাকাশযানের কাছাকাছি দিয়ে অতিক্রম করবে।
সাক্ষাতের গুরুত্ব
- লেজের মধ্যে প্রবেশ: গবেষকেরা বলছেন, মহাকাশযান দুটি ৩আই/অ্যাটলাসের আয়ন লেজের মধ্যে পড়বে। এর মাধ্যমে আন্তনাক্ষত্রিক ধূমকেতুর চার্জযুক্ত কণার স্রোত সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
- বিরল সুযোগ: আয়ন লেজের সঙ্গে এমন সাক্ষাৎ অত্যন্ত অস্বাভাবিক ও মূল্যবান, কারণ এই লেজের মধ্যে সৌরজগতের বাইরের বিভিন্ন উপাদান রয়েছে। ফিনিশ মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানী স্যামুয়েল গ্র্যান বলেন, এভাবে লেজের নমুনা সংগ্রহ করা সরাসরি নমুনা সংগ্রহের সুযোগ করে দিচ্ছে।
যে মহাকাশযানগুলো মুখোমুখি হচ্ছে
- ইউরোপা ক্লিপার: বর্তমানে বৃহস্পতির চাঁদ ইউরোপার দিকে যাত্রা করছে। এই প্রোব প্লাজমা অধ্যয়নের জন্য সরঞ্জাম ও একটি ম্যাগনেটোমিটার দিয়ে সজ্জিত।
- হেরা: ইউরোপীয় মহাকাশ সংস্থার হেরা মহাকাশযানটি বর্তমানে গ্রহাণু বলয়ে ডিডিমোস-ডাইমরফোস বাইনারি গ্রহাণু ব্যবস্থার দিকে ভ্রমণ করছে।
যদি সৌরবায়ুর পরিস্থিতি অনুকূল থাকে, তবে ইউরোপা ক্লিপার আন্তনাক্ষত্রিক বস্তুর লেজ থেকে উপাদান অধ্যয়নের এক বিরল সুযোগ পাবে। এই বস্তুটি অ্যান্টিটেইল (কণার বিচ্ছুরণ সূর্যের দিকে নির্দেশ করে) সহ কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্যও দেখাচ্ছে।
