দাবি না মানা হলে সব কিছু অচল করার হুঁশিয়ারি দিলেন ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি শেষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় বসুরহাট হাসপাতাল রোডের মেট্রো টাওয়ার থেকে র্যালি শুরু হয়ে বসুরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। জিরো পয়েন্টের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ¦ ফখরুল ইসলাম।
বিভাগ ঘোষণার দাবিতে কঠোর হুঁশিয়ারি
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধানকে গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই ও এনএসআই-এর মাধ্যমে অতি দ্রুততম সময়ের মধ্যে নোয়াখালীকে বিভাগ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, “নোয়াখালী বিভাগ ঘোষণা আমাদের প্রাণের দাবি। কোনো টালবাহানা চলবে না। বিভাগ ঘোষণা না করা হলে সব কিছু অচল করে দেওয়া হবে।”
তিনি আঞ্চলিক ভাষায় বলেন, “নোয়াখালী বিভাগ নিয়ে কোনো ছুদুর বুদুর করা চলবে না।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রেমিটেন্সের প্রায় অর্ধেক টাকা নোয়াখালীর রেমিটেন্স যোদ্ধাদের নিকট থেকে আসে।
বিএনপি’র কোন্দল ও চাঁদাবাজি নিয়ে ক্ষোভ
এর আগে সকাল ১০টায় মেট্রো টাওয়ারে তারুণ্যের সমাবেশে ফখরুল ইসলাম বিএনপির জেলা নেতাদের সমালোচনা করে বলেন, জেলা নেতৃবৃন্দ কমিটি গঠন না করে দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার কারণে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কমিটি বিগত ৪ বছর ধরেও হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমানে কিছু কিছু নেতা চাঁদাবাজি, বালুমহল দখলের সাথে জড়িত। এমনকি জামায়াতের নেতারাও চাঁদাবাজির সাথে জড়িত। তিনি তাঁর কোনো মিটিংয়ে যেন চাঁদাবাজরা না থাকে, সে বিষয়ে সতর্ক করে দেন।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপুর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ও ভিপি শাহানাজ পারভীনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।