
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা প্রেসক্লাব। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে। ছবি।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেওয়া হয়।
দাবির কারণ ও যুক্তি
প্রেসক্লাবের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়:
- উচ্চশিক্ষার অভাব: কক্সবাজারে ২৬ লাখের বেশি জনসংখ্যা এবং বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান থাকলেও এখানে উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই।
- অর্থনৈতিক সম্ভাবনা: কক্সবাজার দেশের আন্তর্জাতিক ব্যবসা, সুনীল অর্থনীতি ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠছে।
- ইউজিসির সুপারিশ: ২০২৩ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করেছিল। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও মৎস্যবিজ্ঞানসহ চারটি বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়েছিল।
প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার এখনো উচ্চশিক্ষায় অনেক পিছিয়ে আছে। এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।
জেলা প্রশাসকের সমর্থন
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে অবশ্যই একটি প্রযুক্তিনির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে। তিনি প্রধান উপদেষ্টাসহ সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন।