
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান বলেছেন, “একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য আশার বীজ বপন করা। তাই আমরা বৃক্ষ রোপণে সোচ্চার হই।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান ‘গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষরোপণ
পহেলা নভেম্বর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি উপেক্ষা করে নগরীর ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বাকেশ্বর কলোনি, ছিত্রিবাড়ী কলোনি এবং নওমহল চান্দুর দোকানের মোড় এলাকা।
অ্যাডভোকেট এম. এ. হান্নান খান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হানিফ সরকার, ইকবাল সরকার, কামাল চৌধুরী শামছু এবং ‘গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইন’ সদস্য রাফায়েত খান রাফা, রাজমীক খান রাহি, রৌদ্র, মারুফ, সালমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
